বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

জালভোট দিতে এসে যুবকের কারাদণ্ড 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জালভোট দিতে এসে যুবকের কারাদণ্ড 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে আসা মো. কাওসার মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় অন্য দুটি কেন্দ্রে চার পোলিং এজেন্টের জরিমানা ও জেল প্রদান হয়েছে।

বুধবার (০৫ জুন) উপজেলার হরসপুর ইউনিয়নের আউলিয়া নগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে জাল ভোট দিতে আসা যুবককে আটক করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুদ্দীন।

এসময় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুকট প্রতীকের পোলিং এজেন্ট মামুন ও প্রজাপতি প্রতীকের এজেন্ট সহিদ মিয়াকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

এছাড়াও ছতরপুর উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হারুন মিয়া ও শাহানা বেগমকে হাতেনাতে আটক করা হয়। পরে দুজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান বিজয়নগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।

টিএইচ